Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০২০

করোনা বিস্তার রোধে বিআইডব্লিউটিএ ‘র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক কর্তৃক নৌপথে সর্বাত্বক প্রস্ততি গৃহীত হয়েছে


প্রকাশন তারিখ : 2020-03-22

 

বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক এর সভাপতিত্বে  গত ২০-০৩-২০২০ খ্রিঃ তারিখ,  ঢাকা নদী বন্দরে, ‘নৌপথে যাতায়াতকারীদের মাধ‍্যমে করোনা সংক্রমন রোধে করনীয় বিষয়ে ’ লঞ্চ  মালিক ও সংশ্লিষ্টদের সহিত সভা অনুষ্ঠিত হয় । 

 

সভায় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কিছু নির্দেশনা পালনে সংশ্লিষ্ট দের আহবান করেন। লঞ্চ মালিকদের পক্ষে  সমিতির  সভাপতি তাদের করনীয় বিষয়ে বক্তব্য  রাখেন । সকল পক্ষের বক্তব্যের পর নিম্নোক্ত সিদ্বান্ত সমূহ বাস্তবায়নে সভাপতি সংশ্লিষ্ট দের আহবান করেন। 

 

(ক) সকল নৌযান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন‍্য স‍্যাভলন দিয়ে প্রতি ট্রিপে লঞ্চ জীবানুমুক্ত করা।

(খ) সকল যাত্রীদের হ‍্যান্ড ওয়াশ করে লঞ্চে  আরোহন করা।

(গ) বিদেশ ফেরতদের বিশেষ নজরে রেখে নিকটবর্তী  হাসপাতালে ভর্তি করানো। 

(ঘ) হাচি কাশি জর আক্রান্তদের জুরুরী চিকিৎসায় হাসপাতালে ভর্তি করা।

(ঙ) বিআইডব্লিউটিএ কর্তৃক লঞ্চ স্টাফদের করোনা সচেতনতা বৃদ্ধিতে তিন দিনের বিশেষ প্রশিক্ষণের ব‍্যবস্হা করা।

 

কমডোর গোলাম সাদেক আরো বলেন, সরকার থেকে যে কোনো ধরনের সিদ্ধান্ত পেলে তখনই বাস্তবায়ন করা হবে। এ জন্য বিআইডব্লিউটিএ ‘র সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে । 

 

তিনি কোভিড-২০১৯ ভাইরাস মোকাবেলায় সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা , শিষ্টাচার, সোস্যাল ডিসটেন্সিং টেকনিক ফলো সহ সরকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত সকল প্রকার নির্দেশনা যথাযথভাবে  অনুসরণের অনুরোধ করনে । 


অনুষ্ঠানে আর উপস্হিত ছিলেন  বিআইডব্লিউটিএর সদস‍্য পরিকল্পনা ও পরিচালন জনাব মো: দেলোয়ার হোসেন, সচিব মুহাম্মদ আবু জাফর হাওলাদার, পরিচালক কাজী ওয়াকিল নওয়াজ,  পরিচালক মো: রফিকুল ইসলাম।